প্রবাসী প্রসঙ্গ ৩: বিমানবন্দরে পিসিআর মেশিন না বসানোতে অসহায় অসংখ্য প্রবাসি

শেয়ার করুন          এই মুহুর্তে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী প্রবাসীদের জন্য সবচাইতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিমানবন্দরে RT-PCR টেস্ট সংক্রান্ত অচলাবস্থা। আটকে পড়া প্রবাসীদের দুর্ভোগ যেনো কাটছেই না। খোদ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেও বিষয়টির সুরাহা হয়নি এখনো। বাংলাদেশে ২৪ ঘন্টার নোটিশে একটি ফিল্ড হাসপাতাল স্থাপনে বাংলাদেশ সেনাবাহিনী সহ দুর্যোগ ব্যবস্হাপনায় নিয়োজিত অনেকেরই সক্ষমতা আছে, RT-PCR SYSTEM কেনাও খুব একটা দুরুহ ব্যাপার না। তাই গত কয়েকমাসে বিমানবন্দরে RT-PCR টেস্ট ব্যবস্থা স্থাপন করতে না পারা এই বিশ্বায়নের যুগে কোনভাবেই গ্রহনযোগ্য হতে পারে না। এই ব্যর্থতায় হাজার হাজার প্রবাসী করুণ বিপর্যয়ের মুখে পড়েছেন। RT-PCR টেস্টের … Continue reading প্রবাসী প্রসঙ্গ ৩: বিমানবন্দরে পিসিআর মেশিন না বসানোতে অসহায় অসংখ্য প্রবাসি